কুষ্টিয়ার নিউজ

কুষ্টিয়ার নিউজ আপডেট

>> কুষ্টিয়ার নিউজ <<

লাঠি খেলা

কুষ্টিয়ায় নারী লাঠিয়ালদের পুনর্মিলনী ও লাঠিখেলা অনুষ্ঠিত।

কুষ্টিয়ার নিউজ।। বাংলাদেশ লাঠিয়াল বাহিনীর “ঐতিহ্যের ৯০ বছর“ উদযাপন।

বাংলাদেশ লাঠিয়াল বাহিনীর ৯০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে হয়ে গেল নারী লাঠিয়ালদের মিলনমেলা ও লাঠিখেলা। বাংলাদেশ লাঠিয়াল বাহিনীর আয়েজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য জনাব প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ আসমা জাহান লিজা, পরিচালক, তোফাজ্জেল হেলথ ক্লিনিক,কুষ্টিয়া, প্রফেসর ড. নুরুন নাহার লিনা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা।

শরীর চর্চার পাশা পাশি আত্বরক্ষার উপায় হিসাবে প্রয়াত সিরাজুল হক চৌধুরী ওরফে ওস্তাদ ভাই ১৯৩৩ সালে কুষ্টিয়াতে লাঠিয়াল বাহিনী গড়ে তোলেন। বাংলাদেশর স্বাধীনতা আন্দোনে এই বাহিনীর বিরত্বপূর্ণ অবদান ছিল। তার দেখানো পথ ধরে ৩য় ও ৪র্থ প্রজন্ম এখনও লাঠিখেলার চর্চা করে আসছেন।

অনুষ্ঠানে কুষ্টিয়া ও মেহেরপুর জেলা হতে আগত বিভিন্ন বয়সী শতাধিক নারী লাঠিয়াল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পথচরার গত ৯০ বছরে বিভিন্ন ভাবে অবদান রাখার জন্য বেশ কয়েকজন নারীকে সম্মাননা প্রদান করা হয়।

উপস্থিত বিভিন্ন সুধীজনের বক্তব্যের ফাঁকে বিভিন্ন বয়সী নারী লাঠিয়ালরা লাঠিখেলার বিভিন্ন কসরত প্রদর্শন করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

>> কুষ্টিয়ার নিউজ <<

মেয়র আনোয়ার আলী

কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী হাসপাতালে ভর্তি

কুষ্টিয়ার নিউজ।। কুষ্টিয়া পৌরসভার জননন্দিত মেয়র, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাবেব সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার আলী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বুধবার শ্বাস কষ্ট জনিত কারণে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসাপাতালের আইসিইউ বিভাগে ভর্তি করা হয়।

চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য রাত্রে তাকে ঢাকা প্রেরণ করা হয়। শ্বাসকষ্ট সহ বিভিন্ন সমস্যা নিয়ে তিনি ঢাকাতে চিকিৎসা শেষে সম্প্রতি কুষ্টিয়া ফিরেছিলেন।

আজ বৃহস্পতিবার দুফুরের দিকে ফেসবুকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। মেয়র মহদয়ের পুত্র পারভেজ আনোয়ার তনু ফেসবুক পোষ্টে তার পিতার আগের চেয়ে ভালো আছেন জানিয়ে তার সুস্থতার জন্য দেশবাসির দোয়া কামনা করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
dead body

কুষ্টিয়ায় সাপের কামড়ে মা মেয়ের মৃত্যু

কুষ্টিয়ার নিউজ।। কুষ্টিয়ায় রাতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে আয়েশা খাতুন (২৫) ও তার সাত মাস বয়সী কন্যাসন্তান সুসরাত জাহানের মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে গতবুধবার ২৩ আগষ্ট সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে।

ঘটনার বিবরণে জানা যায়, বুধবার রাতে প্রতিদিনের মত ইব্রাহিমের স্ত্রী শিশু সন্তান সাথে নিয়ে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক ৩:৪৫ মিনিটের দিকে প্রথমে মাকে সাপে দংশন করলে তিনি ঠিকমত বুঝে উঠতে পারেননি কিসে কামড়েছে। পরে শিশু সন্তানকেও সাপ দংশন করলে বিষয়টি তারা বুঝতে পারেন। চিকৎসার জন্য ২৫০ সয্যা বিশিষ্ট কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে প্রথমে মেয়ের মৃত্যু হয়। পরের দিন সকাল ১০ টার দিকে মায়েরও মৃত্যু হয়।

এলাকার লোকজন ইব্রাহিমের ঘরের খাটের নিচ থেকে বিষধর সাপটি উদ্ধার করে মেরে ফেলে। সাপের কামড়ে একসাথে মা ও মেয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
dead body

কুষ্টিয়ায় প্রেমিকের বাসা থেকে তরুণীর লাশ উদ্ধার

কুষ্টিয়ার নিউজ।। কুষ্টিয়া শহরের মজমপুর এলাকায় প্রেমিকের ভাড়া বাসা থেকে এক তরুণীর লাশ করেছে পুলিশ। মঙ্গলবার ২২ আগষ্ট সন্ধ্যায় কুষ্টিয়া জেলা স্কুল সংলগ্ন এক আইজীবির বাসা থেকে জান্নাতুল ফেরদৌস তুলি নামে একজনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃত জান্নাতুল ফেরদৌস তুলি শহরতলীর মোল্লাতেঘোড়িয়ার ওহিদুল ইসলামের মেয়ে। তুলি কুষ্টিয়া নার্সিং ইনষ্টিটিউটের ১ম বর্ষের ছাত্রী ছিল।

জানা যায়, তুলি একসময় সুমনের কাছে প্রাইভেট পড়তো। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক থাকতে পারে। আইনজীবি সুমন গতসপ্তাহে বিবাহ করেছেন। সুমনের বিবাহের খবর পেয়ে তুলি উক্ত বাসায় যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় সুমনের স্ত্রীও উক্ত বাসায় অবস্থান করছিলেন।

এ ঘটনায় ওই তরুণীর মা শরীফা বেগম বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার পর হতে আইনজীবি ও তার স্ত্রী আত্বগোপনে আছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
শিলাইদহে বিশ্বকবির জন্মবার্ষিকী উৎযাপন

শিলাইদহে কবিগুরুর ১৬২ তম জন্মবার্ষিকী উৎযাপন ২৫, ২৬ ও ২৭ বৈশাখ

কুষ্টিয়ার নিউজ।। জন্মবার্ষিকী পালনে প্রস্তুত হচ্ছে কবিগুরুর স্মৃতিবিজড়িত শিলাইদহ কুঠিবাড়ী আঙ্গিনা। আগামী ২৫ শে বৈশাখ বিশ্বকবি রবিন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্ম দিন। কবিগুরুর জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের লক্ষে গত ৩০ এপ্রিল কুষ্টিয়া জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপার, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃত্ববৃন্দ, শিক্ষাবীদ, সাংস্কৃতিক কর্মী, সাহিত্যিক, সংবাদকর্মী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় গত বছরের ন্যায় বিশ্বকবির স্মৃতি বিজড়িত শিলাইদহ কুঠিবাড়িতে আগামী ২৫, ২৬ ও ২৭ বৈশাখ (৮, ৯ ও ১০ মে) ৩ দিন ব্যপি কবিগুরুর ১৬২ তম জন্মবার্ষিকী উৎযাপনের সিদ্ধান্ত হয়। আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ৩ দিনের গ্রামীণ মেলা বসবে কুঠিবাড়ী প্রাঙ্গনে।

এবছর দিবসটি জাতীয়ভাবে পালন করা হবে নওগার পতিসরে অবস্থিত রবিন্দ্র কুঠিবাড়ীতে। গতবছর জাতয়ি অনুষ্ঠান শিলাইদহ কুঠিবাড়ীতে অনুষ্ঠিত হয়েছিল। যে অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন।

৩ দিনের প্রতিদিন সকাল হতে রাত্র ১০ টা পর্যন্ত কুঠিবাড়ীর রবীন্দ্র মঞ্চে শিক্ষাবীদ, রবীন্দ্র গবেষক সহ সুধিজন কবিগুরুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করবেন। রবীন্দ্র সংঙ্গীত, নৃত্য ও নাটক পরিবেশেন করবেন কুষ্টিয়া জেলার বিভিন্ন শিল্প গোষ্ঠির শিল্পীরা।

অনুষ্ঠান আয়োজনের কাজ শেষের পথে বলে অবগত করেছেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব বিতান কুমার মন্ডল। বৈশাখ মাসের প্রাকৃতিক দূর্যোগের কথা মাথায় রেখে এবার বিশেষ ভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top